General knowledge - Gkpure

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 30, 2018

General knowledge


৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে
৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় ____
উত্তর: ছোলা
৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তর: সুইফট বার্ড
৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই
৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম
৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন
৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS
৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা
৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়
৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩
৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট
৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV
৬৩. প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?
উত্তর: রেডিও আইসোটোপ
৬৪. প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু
৬৫. প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?
উত্তর: এগারিকাস
৬৬. প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন
৬৭. প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২
৬৮. প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
৬৯. প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর
৭০. প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ
৭১. প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas
৭২. প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক
৭৩. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী
৭৪. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর
৭৫. প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০
৭৬. প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?
উত্তর: ৩
৭৭. প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮
৭৮. প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?
উত্তর: ২
৭৯. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড
৮০. প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?
উত্তর: ৮
৮১. প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ?
উত্তর: Mg
৮২. প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানোফিলিস মশা
৮৩. প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭
৮৪. প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G
৮৫. প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে
৮৬. প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির?
উত্তর: আলু
৮৭. প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN
৮৮. প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি
৮৯. প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি
৯০. প্রশ্ন: এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া
৯১. প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রোটোজোয়া
৯২. প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি
৯৩. প্রশ্ন: এপিগাইনাস ফুল–
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।
৯৪. প্রশ্ন: রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪
৯৫. প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম
৯৬. প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে
৯৭. প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর: ৩
৯৮. প্রশ্ন: মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের
৯৯. প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত
উত্তর: মধ্য মস্তিষ্ক
১০০. প্রশ্ন: খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে
 Q.মানব দেহে মোট কয়টি হাড় থাকে ?
Ans:২০৬ টিQ.কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
Ans:ত্বকেরQ.বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
Ans:৩ টিQ.সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি ?
Ans:চিতাবাঘQ.মাছির পা কয়টি ?
Ans:৬ টিQ.মাকড়সার পা কয়টি ?
Ans:৮ টিQ.মাকড়সার চোখ কয়টি ?
Ans:৮ টিQ.মৌমাছির চোখ কয়টি ?
Ans:৫ টিQ.সবচেয়ে ছোট পাখি কোনটি ?
Ans:হামিং বার্ডQ.কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
Ans:গরুরQ.দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
Ans:টেসটেস্টোরেন হরমোনQ.রঙ্গীন জিনিস দেখতে সাহায্য করে ?
Ans:কোনসQ.দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
Ans:কনসQ.মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
Ans:রডসQ.ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে ?
Ans:এ্যাডরেনালিন হরমোনQ.প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
Ans:দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনQ.মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ কোথায় ?
Ans:ধমনীতেQ.মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কী ?
Ans:ফুসফুসQ.আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
Ans:পেপসিনQ.ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
Ans:অগ্নাশয়েQ.ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
Ans:ইনসুলিনQ.বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?
Ans:ডিপথেরিয়াQ.পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
Ans:সুইফট বার্ডQ.বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি ?
Ans:এ্যালবাট্রোসQ.কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
Ans:প্লাটিপাসQ.কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
Ans:নিউক্লিয়াসQ.খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
Ans:শুটকি মাছেQ.সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে ?
Ans:ডাবেQ.দুধের শর্করাকে কী বলে ?
Ans:ল্যাকটোজQ.তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
Ans:নিকোটিন
[8/27, 2:29 PM] um2933: Q.বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?
Ans:লুইস ব্রাউন (ইংল্যান্ড )
Q.কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
Ans:ও গ্রুপ
Q.কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
Ans:এবি গ্রুপ কে
Q.AIDS অর্থ কী ?
Ans:Acquired Immune Deficiency Syndrome.
Q.এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
Ans:আমাশয়
Q.জীবের বংশ গতির একক কোনটি ?
Ans:জিন
Q.মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?
Ans:২৩ জোড়া
Q.স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
Ans:X ক্রোমোজম
Q.পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
Ans:Y ক্রোমোজম
Q.পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
Ans:নিউরন
Q.কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
Ans:পুরুষ
Q.নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
Ans:নারীর
Q.ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
Ans:৯৮.৪ ডিগ্রী
Q.মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন ?
Ans:ইউলিয়াম হার্ভে
Q.সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
Ans:৩৬ .৯ ডিগ্রী
Q.মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
Ans:মেলানিন
Q.নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
Ans:ধমনীর মাধ্যমে
Q.প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
Ans:৭২ বার
Q.মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে ?
Ans:ডিম্বাণু
Q.মুত্র প্রস্তুত হয় কোথায় ?
Ans:কিডনীতে
Q.বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
Ans:যকৃতে
Q.রক্তের গ্রুপ আবিস্কার করেন কে ?
Ans:ল্যান্ড স্টিনার
Q.অনুচক্রিকার গড় আয়ু কত ?
Ans:১০ দিন
Q.লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
Ans:৫ -৬ দিন
Q.মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?
Ans:ত্বক
Q.মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী ?
Ans:ফিমার
Q.মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী ?
Ans:স্টেপিস
Q.মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী ?
Ans:যকৃত
Q.মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত ?
Ans:২০ টি
Q.মানব দেহে কশেরুখার সংখ্যা কত ?
Ans:৩৩ টি
: Q.লেখার চক কী দিয়ে তৈরী ?
Ans:ক্যালসিয়াম সালফেট
Q.উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
Ans:গ্রাফাইট
Q.কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
Ans:পরমানুর প্রোটন সংখ্যা
Q.হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
Ans:২ টি
Q.বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত :
Ans: ২০.৬১%
Q.বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
Ans:৭৮.০২%
Q.রেকটিফাইড স্পিরিট হলো ?
Ans:৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি
Q.ভিনেগার কাকে বলে ?
Ans:৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে
Q.রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ?
Ans:সোনা গলাতে
Q.একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
Ans:৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
Q.ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
Ans:০.১৫ - ১.৫ %
Q.ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
Ans:কার্বন
Q.সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয় ?
Ans:সালফিউরিক অ্যাসিড
Q.তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
Ans:ব্রোঞ্জ
Q.তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
Ans:পিতল
Q.‘উড স্পিরিট ‘ কী ?
Ans:মিথাইল এলকোহল
Q.সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
Ans:প্ল্যাটিনাম
Q.পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
Ans:ইলেকট্রন
Q.সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
Ans:রেডন
Q.সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
Ans:লিথিয়াম
Q.সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?
Ans:লরেনসিয়াম
Q.সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?
Ans:হাইড্রজেন
Q.‘ সোডা ওয়াটার ‘ কী ?
Ans:পানিতে কার্বনডাই অক্সাইড এর মিশ্রন
Q.রসায়নের ‘সিল্ক অব লাইম ‘ কী ?
Ans:ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড
Q.রসায়নের ‘রুকসল্ট’ কী ?
Ans:সোডিয়াম অক্সাইড
Q.আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
Ans:সিলভারের
Q.টুথপেস্টের প্রধান উপাদান কী ?
Ans: সাবান ও পাউডার
Q.প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
Ans:মিথেন
Q.কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
Ans:বালি
Q.খাবার লবনের রাসায়নিক নাম কী ?
Ans:সোডিয়াম ক্লোরাইড
 *রেলওয়ে গ্রুপ ডি প্রস্তুতি*

1. ভারতের দীর্ঘতম রেল যাত্রাপথ হল :
→ জম্মু-তাওয়াই থেকে কন্যাকুমারী।

2. স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন :
→ জেমস ওয়াট।

3. স্টিম ইঞ্জিন চালিত রেল প্রথম চালু হয় :
→ ইংল্যান্ডে।

4. ভারতীয় রেল থেকে পাকিস্তান রেল পৃথক হয়ে যায় :
→ 1947 সালে ।

5. ভারতীয় রেলে প্রথম এ. সি. কোচ চালু হয় :
→ 1936 সালে।

6. "মুমতাজ কুটওয়ালা" হলেন :
→ প্রথম মহিলা ট্রেন চালক।

7. ভারতে প্রথম রেল মন্ত্রী :
→ আসফ আলি।

8. ভারতের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম হল :
→ খড়গপুর।

9.  ভারতের দীর্ঘতম রেলপথ হল :
→ কোঙ্কন রেলওয়ে।

10. ভারতীয় রেলে প্রথম কম্পিউটার চালু হয় :
→ নিউ দিল্লিতে।
[8/27, 2:29 PM] um2933: .#বিভিন্ন_ভিটামিন_ও_অভাবজনিত_রোগ-

১। ভিটামিন এ— রাতকানা।

২। ভিটামিন বি১— বেরিবেরি।

৩। ভিটামিন বি২— মুখে ঘা।

৪। ভিটামিন বি৩— পেলেগ্রা।

৫। ভিটামিন বি৬— নিউরোপ্যাথি।

৬। ভিটামিন বি১২— রক্ত শূণ্যতা।

৭। ভিটামিন সি— স্কার্ভি।

৮। ভিটামিন ডি— রিকেট ও অস্টিওমেলাসিয়া।

৯। ভিটামিন ই— প্রজনন ক্ষমতা হ্রাস।

১০। ভিটামিন কে— অধিক রক্তক্ষরণ।

১১। ডায়বেটিস— ইনসুলিন।

১২। গলগণ্ড— আয়োডিন।

১৩। হাইপোগ্লাইসোমিয়া— রক্তের গ্লুকোজ।

১৪। দাঁতের ক্ষয়রোগ— ফ্লুরাইড।

১৫। টিটেনি— ক্যালসিয়াম।
#_ভাইরাস_ও_ব্যাকটেরিয়া:-

★ ডেঙ্গু মশার বাহক - এডিস মশা।
★ ব্যাকটেরিয়া সংক্রমণে - যক্ষ্মা
রোগ হয়।
★ নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম
নেই -- ভাইরাস দেহে।
★ পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে
-- দুষিত খাদ্য, পানি দ্বারা।
★ HIV সংক্রমণের শেষ পর্যায় হলো -
এইডস।
★ এইডস রোগের ভাইরাস - HIV
★ ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে --তামাক  গাছে
★ চা গাছে রোগ সৃষ্টি করে
ব্যাকটেরিয়া
★ এইডস সংক্রমণের জন্য ঝুকিপূর্ণ --
অল্পবয়সী ছেলেমেয়েরা।
★ এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর
কাযর্করী -- সচেতনতা সৃষ্টি।
★ জীব ও জড়ের মধ্যে সংযোগ
রক্ষাকারী হলো -- ভাইরাস।
★ যক্ষ্মার টিকা -- বিসিজি।
★ পেনিসিলিন অাবিস্কার করেন --
অালেকজান্ডার ফ্লেমিং।
★ ব্যাকটেরিয়াজনিত রোগ নয় --
পোলিও।
★ অ্যানথ্রাক্স রোগের টিকা
অাবিষ্কার করেন -- লুই পাস্তুর।
★ ভাইরাস একটি - কোষহীন জীব।
★ ব্যাকটেরিয়া একটি -প্রাক-কেন্দ্রি
ক।
★ AIDS - এর অভিব্যক্তি - Acquired Immune
Deficiency Syndrome.
★ বার্ড ফ্লু এর উৎস -- মুরগী।
★ ডিফথেরিয়া রোগে অাক্রান্ত হয় -
গলা।
★ যে সব ভাইরাস ব্যাকটেরিয়াকে
অাক্রমণ করে, তাদেরকে বলা হয় --
ব্যাকটেরিওফাজ।
★ হেপাটাইটিস রোগের প্রধান কারণ
-- ভাইরাস।
★ যে সকল প্রাণী এক মানবদেহ অন্য
মানবদেহে রোগ জীবাণু বহন করে,
তাকে বলে -- ভেক্টর।
★ বিসিজি টিকা ব্যবহার করা হয় --
যক্ষা প্রতিরোধের জন্য।
★ পাস্তুরাইজেশনের মাধ্যমে
জীবাণুমুক্ত করা হয় -- দুধকে।
★ Viral Disease হলো - Influenza
★ এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে
-- এইডস রোগে দেহের প্রতিরোধ
ক্ষমতা লোপ পায়।
★ প্রাণী দেহে জীবাণুজাত বিষ
নিষ্ক্রিয়কারী পদার্থের নাম--
অ্যান্টিবডি।
★ কোনটি রক্ত অামাশয়ের জীবাণু --
সিগেলা।
★ এক ধরণের প্রচুর ব্যাকটেরিয়া অামরা
পাই -- দইয়ের সাথে।
★ ডেঙ্গুজ্বরের বাহক -- মশা।
★ রাইজোবিয়াম হলো --
ব্যাকটেরিয়া।
★ যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষা
রোগ সৃষ্টি করে -- ব্যাকটেরিয়া।
★ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের
বলা হয় -- প্যাথজেনিক।
★ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম
-- Yersina pestis
★ জলবসন্তের রোগ জীবাণুর নাম --
Varicella
★ স্ট্রিট ভাইরাস জীবাণু হলো --
রেবিস রোগের।
★ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় --
ইনফ্লুয়েঞ্জা।.
মানবদেহ_নিয়ে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্যঃ-
Uttam

১। হাড় সংখ্যা - ২০৬
২। পেশী সংখ্যা - ৬৩৯
৩। কিডনি সংখ্যা - ২
৪। দুধ দাঁতের সংখ্যা - ২০
৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)
৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪
৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০
৮। রক্তের PH - ৭.৪
৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩
১০। নেক মধ্যে #Vertebrae সংখ্যা - ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬
১২। মুখে হাড় #সংখ্যা - ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২
১৪। বুকে হাড় সংখ্যা - ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬
১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)
২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২
১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি - লিভার
২১। ছোট কোষ - রক্তের কোষ
২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় - স্ট্যাপ
২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা
২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার।
৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।
৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড।
[9/25, 5:36 PM] Iti Avik Suman: Narendra Modi has been nominated for Nobel peace prize 2019 for launching the world's largest health care scheme Ayushman India..
 বহুমুখী ব্যবহার
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
● বহুরূপতা হলো – প্রকৃতিতে একই মৌলের ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করার প্রবণতা।
● কার্বন একটি – বহুরূপী সৌল।
● কার্বনের রূপভেদ হলো – হীরক ও গ্রাফাইট।
● অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে – গ্রাফাইট।
● প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হলো – হীরক।
● কাঁচ কাটতে ব্যবহৃত হয় – হীরা।
● যে মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি – কার্বন।
● উড পেন্সিলের সীসরূপে ব্যবহৃত হয় – গ্রাফাইট।
● নতুন অাবিস্কৃত যৌগ ‘বোরোজেন’ হীরক অপেক্ষা – কঠিন।
● কার্বন সবচেয়ে বেশি অাছে – অ্যানথ্রাসাইড কয়লায়।
● একখন্ড হীরক হচ্ছে – একটি বৃহৎ অণু।
● হীরক উজ্জ্বল দেখায় – পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
● কয়লার মূল উপাদান – কার্বন।
● ক্যাটেনেশন ধর্ম দেখায় – কার্বন।
● পীট কয়লার বৈশিষ্ট্য – নরম ও ভেজা।
● জৈব যৌগ হলো – কার্বন ও অন্যান্য মৌলের সমন্বয়ে গঠিত যৌগ।
● কার্বন পরমাণুবিহীন প্রায় সকল যৌগ – অজৈব যৌগ।
● সাধারণ ড্রাইসেলে ধনাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয় – কার্বনদণ্ড।
● শুষ্ক কোষে ইলেকট্রন দান করে – কার্বনদণ্ড।
● মসৃণকারক হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট।
● পারমাণবিক চুল্লীতে নিউট্রনের গতি হ্যাসের জন্য মন্থরক হিসেবে ব্যবহৃত হয়, – গ্রাফাইট।
● কালো রং হিসেবে ছাপার কালিতে ব্যবহৃত হয় – ভুষা কয়লা।
● কার্বন হলো – একটি বিজারক পদার্থ।
● চিনি শোধন করতে ব্যবহৃত হয় – প্রাণিজ কয়লা।
● ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় – কাঠ কয়লা।
● নরম ও সাবানের মতো পিচ্ছিল হওয়ায় গ্রাফাইট ব্যবহৃত হয় – কলকব্জায় পিচ্ছিলকারক বা লুব্রিকেন্ট হিসেবে।
● গ্রাফাইট থেকে সীস তৈরি হয় – কাদা মিশিয়ে।
● এক্সরের সাহায্যে চেনা যায় – অাসল না নকল হীরা।
● হীরকচূর্ণ দিয়ে তৈরি করা হয় – রং।
● অপর্যাপ্ত অাবদ্ধ পাত্রে প্রাণীর হাড় ও রক্ত রেখে তাপ প্রয়োগ করলে বিধ্বংসী পাতনের ফলে এক প্রকার কয়লা উৎপন্ন হয় একে বলে – প্রাণিজ কয়লা।
● প্রাণিজ দেহের হাড়ের বিধ্বংসী পাতনের ফলে উৎপন্ন কয়লাকে বলে – অস্থিজ কয়লা।
● অস্থিজ কয়লাকে HCI দ্বারা প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় – অাইভরি ব্ল্যাক।
● অাইভরি ব্ল্যাক ব্যবহৃত হয় – কালো রং হিসেবে।       
https://www.youtube.com/channel/UCcUP4k-USYH6f2kRdgwiGCw
[10/1, 8:45 AM] um2933: বিখ্যাত ৮০টি আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক...

1) অক্সিজেন কে আবিস্কার করেন ? ➫ জে বি প্রিস্টলি
2) অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ জেড ভ্যানসেন
3) ইউরিয়া কে আবিস্কার করেন ? ➫ উহলার
4) ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➫ ক্লাপ্রথ
5) ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➫ স্যার জোসেফ জন থমসন
6) এক্সরে কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ কে রন্টজে
7) এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➫ লিস্টার লর্ড বেন্টিং
8) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ এইচ ক্যারিয়ার
9) এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➫ অরভিল ও উইলভার রাইট
10) ওজোন কে আবিস্কার করেন ? ➫ স্কোনবীনি
11) কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
12) কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➫ হরগোবিন্দ খোরানা
13) কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➫ জুলিও কুরি
14) কোষ কে আবিস্কার করেন ? ➫ রবার্ট হুক
15) কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
16) ক্যামেরা কে আবিস্কার করেন ? ➫ জর্জ ইস্টম্যান
17) ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➫ স্টাসবুর্গার
18) ক্লোরিন কে আবিস্কার করেন ? ➫ শীলে
19) ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➫ সিম্পসন ও হ্যারিসন
20) গতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ আইজ্যাক নিউটন
21) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ? ➫ আন্ডার মেরি আম্পিয়ার
22) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
23) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ? ➫ লুই পাস্তুর
24) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ লুই পাস্তুর
25) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ এফ বি মোর্স
26) টেলিফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহামবেল
27) টেলিভিশন কে আবিস্কার করেন ? ➫ জন লজি বেয়ার্ড
28) টেলিস্কোপ কে আবিস্কার করেন ? ➫ হ্যান্স লিপারসি
29) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ? ➫ ওয়াটসন ও ক্রিক
30) ডায়নামো কে আবিস্কার করেন ? ➫ মাইকেল ফ্যারাডে
31) ডি ডি টি কে আবিস্কার করেন ? ➫ জিডলার
32) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ রুডলফ
33) ডিনামাইট কে আবিস্কার করেন ? ➫ আলফ্রেড নোবেল
34) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ ভন ভেহরিং
35) ড্রাইসেল কে আবিস্কার করেন ? ➫ জর্জেস লেকল্যান্স
36) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ? ➫ ফ্যারাডে
37) থার্মোমিটার কে আবিস্কার করেন ? ➫ গ্যালিলিও গ্যালিলি
38) নিউট্রন কে আবিস্কার করেন ? ➫ জেমস চ্যাডউইক
39) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ? ➫ লিসার
40) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ? ➫ কেলভিন
41) পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ? ➫ অটোহ্যান
42) পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ? ➫ মোঁসলে
43) পেট্রোল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ নিকোলাস অটো
44) পেনিসিলিন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার ফ্লেমিং
45) পোলিও টিকা কে আবিস্কার করেন ? ➫ জোনাস ই স্যাক
46) প্রোটন কে আবিস্কার করেন ? ➫ রাদারফোর্ড
47) প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? ➫ সিবোর্গ
48) ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
49) ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? ➫ আইবিএম কোম্পানি
50) বংশগতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ গ্রেগর মেন্ডেল
51) বল পয়েন্ট কে আবিস্কার করেন ? ➫ জন জেলাউড
52) বসন্ত টিকা কে আবিস্কার করেন ? ➫ জেনার
53) বসন্তের টিকা কে আবিস্কার করেন ? ➫ এডওয়ার্ড জেনার
54) বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ অটোভন গেরিক
55) বার্নার কে আবিস্কার করেন ? ➫ রবার্ট বুনসেন Ruhin Akhter
56) বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জেমস ওয়াট
57) বিদ্যুত্ কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম গিলবার্ট
58) বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ? ➫ চার্লস ডারউইন
59) বিসিজি টিকা কে আবিস্কার করেন ? ➫ ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)
60) বৈদ্যুতিক বাতি কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
61) ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ? ➫ লিউয়েন হুক
62) ব্যারোমিটার কে আবিস্কার করেন ? ➫ ইভারজেলিস্টটরসিলি
63) ব্লাড গ্রুপ কে আবিস্কার করেন ? ➫ ল্যান্ড স্টেইনার
64) ভাইরাস কে আবিস্কার করেন ? ➫ চার্ল আই ইকলুজ
65) ভিটামিন এ বি ও ডি কে আবিস্কার করেন ? ➫ মেকুলাস
66) মাইক্রোফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহাম বেল
67) ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রোনাল্ড রস
68) যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
69) রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম হার্ভে
70) রাডার কে আবিস্কার করেন ? ➫ এ এইচ টেলর এবং লিও সি ইয়ং
71) রিভলভার কে আবিস্কার করেন ? ➫ স্যামুয়েল কোল্ট
72) রেডিও কে আবিস্কার করেন ? ➫ জি মার্কনি
73) রেডিয়াম কে আবিস্কার করেন ? ➫ ম্যাডম কুরি ও পিয়েরে কুরি
74) রেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জর্জ স্টিভেনসন
75) লেজার কে আবিস্কার করেন ? ➫ টি এইচ মাইম্যান
76) সিডি কে আবিস্কার করেন ? ➫ আর সি এ
77) সৌরজগত ➫ এন কপার্নিকাস
78) হাইড্রোজেন কে আবিস্কার করেন ? ➫ হেনরি ক্যাভেন্ডিস
79) হামের টিকার উদ্ভাবক কে ? ➫ এনভারস এবং জন পিবলস
80) হোমিওপ্যাথির জনক কে ? ➫ হ্যানিম্যান

https://www.youtube.com/channel/UCcUP4k-USYH6f2kRdgwiGCw


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here